এক ইনজেকশনে মৃত ব্যক্তি জীবিতের মতো শ্বাস নেবে ৩২ দিন!
---
একটি কৃত্রিম সিরিঞ্জ আছে যেটি বাম বগলে ঢুকিয়ে দিলে, মৃত রোগীও মনে হবে জীবিত আছে, এবং শ্বাস গ্রহণ করছে! এমনই সতর্কবার্তা ফেসবুক পেজের মাধ্যমে প্রচার কছেন ডাক্তার ফারহানা কবির নামে একজন। তিনি একটি ছবি সংযুক্ত করে তার উক্ত পেজে লিখেন: ‘আই,সি,ইউ,তে যদি আপনাদের কোন রোগী থাকে, আর তিনি যদি মারা যান, তাহলে হাসপাতাল থেকে লাশ চেক করে আনবেন। যেভাবে চেক করবেন- লাশের বাম বগলে কোনো ছোট্ট ছিদ্র আছে কি না, সেটি ভালো করে খেয়াল করুন, যদি ছিদ্র থাকে, তাহলে প্রশাসনের সাহায্য নিন। কেন না, আপনারা হয়তো গরুকে ইনজেকশন দেওয়ার সিরিঞ্জ দেখে থাকবেন, ঠিক তদ্রূপ একটি কৃত্রিম সিরিঞ্জ আছে, যা বাম বগলে ঢুকিয়ে দিলে, মৃত রোগীও মনে হবে জীবিত আছে, এবং শ্বাস গ্রহণ করছে। আপনাদের পরিশ্রমের টাকা, বিনা কারণে কেউ ভোগ করুক, তা আমি চাই না। একটি সিরিয়াস রোগীকে একদিন আই,সি,ইউ,তে রাখতে প্রচুর টাকা লাগে, আর এই কৃত্রিম সিরিজ দিয়ে, কমপক্ষে ২৮ থেকে ৩২ দিন একজন রোগীকে আটকানো খুবই ইজি।
ডাক্তার ফারহানা কবির এর ফেসবুক স্ট্যাটাস।
ডাক্তার ফারহানা কবির এর এই পোস্টটি তার ফেসবুক পেজ থেকে এ যাবত ১৭,৪০৩ বার শেয়ার হয়েছে। তবে তার এই অভিযোগের বক্তব্য নিয়ে অনেকেরই দ্বিমত রয়েছে। এ নিয়ে ফেসবুকে পক্ষে বিপক্ষে চলছে আলোচনা আর সমালোচনা। আর এসব কারণেই ভাইরাল হয়েছে এই স্ট্যাটাসটি।




ভ্যাম্পায়ার দম্পতি!
হচ্ছে কুকুর জবাই, মুরগি ভেবে খাচ্ছে সবাই!
আবেদনময়ী আঙুরলতার যত ছবি
এই দ্বীপে নিষিদ্ধ নারীরা, প্রবেশাধিকার শুধু পুরুষের

