g উত্তরা গণভবন থেকে মোনায়েম খানের নামফলক অপসারণ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৭ই জুলাই, ২০১৭ ইং ২রা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

উত্তরা গণভবন থেকে মোনায়েম খানের নামফলক অপসারণ

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৫, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : নাটোর উত্তরা গণভবন থেকে পূর্ব পাকিস্তানের কুখ্যাত গভর্নর মোনায়েম খানের নামফলক অপসারণ করা হয়েছে। শনিবার সকালে গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে এ নামফলক অপসারণ করা হয়।

সকালে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সদস্য ও জেলা আওয়ালী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (এমপি) হাতুড়ি দিয়ে ভেঙে মোনায়েম খানের নামফলক অপসারণ করেন।

 

এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. আজাদুর রহমান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভুঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান আকন্দ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ সরকারসহ স্থানীয় সাংবাদিক, আইনজীবী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর