বৃহস্পতিবার, ১৩ই জুলাই, ২০১৭ ইং ২৯শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ৮ বছর নিষিদ্ধ

AmaderBrahmanbaria.COM
জুলাই ১২, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জাতীয় দলের পেসার লনোবো সতসোবেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে। অ্যান্টি-করাপশন কোডের বেশ কয়েকটি ধারা ভঙ্গ করায় হাইভেল্ড লায়ন্সের এই ৩৩ বছর বয়সী পেসারকে বড় ধরনের নিষেধাজ্ঞা দেয় সিএসএ।

২০১৫ সালের র‌্যাম স্লাম টুর্নামেন্টের পর সতসোবে দুর্নীতি বিরোধী আইন ভঙ্গ করার বিষয়টি স্বীকার করে নেন। এরপরই তদন্তে নামে সিএসএ। তদন্তে সতসোবে দোষী প্রমাণিত হওয়ায় তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

এই নিষেধাজ্ঞার ফলে কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না সতসোবে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নিষিদ্ধ থাকবেন তিনি। তবে দুর্নীতি বিরোধী শিক্ষা কার্যক্রম এবং পুনর্বাসন প্রোগ্রামে অংশ নিতে পারবেন দক্ষিণ আফ্রিকান পেসার।

বিবিসি স্পোর্টস জানায়, নিম্নোক্ত অপরাধ করার কারণেই আট বছরের নিষেধাজ্ঞা দেয়া হয় সবসোবেকে-

১. ২০১৫ সালের ঘরোয়া ক্রিকেট র‌্যাম স্লামে একটি ম্যাচ ফিক্সিং করেছেন সতসোবে।

২. ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও দুবার তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হন।

৩. দুবার অন্য ব্যক্তির ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনায় ঠিকমতো স্বাক্ষ্য-প্রমাণ হাজির করতে ব্যর্থ হন সতসোবে।

৪. ফিক্সিং ইস্যুতে তদন্তকারী কর্মকর্তাদের তিনবার যথার্থ সাহায্য করতে অপারগাত জানিয়েছেন কিংবা ব্যর্থ হয়েছেন তিনি।

৫. তদন্ত কাজে বাধাদান, বিলম্বকরণ এবং প্রমাণ লোপাটের চেষ্টা।