কাশ্মীরে এনকাউন্টারে তিন জঙ্গি নিহত
---
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে এনকাউন্টারে তিন জঙ্গি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরের মধ্যাঞ্চলের বুদগাঁও জেলায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, নিহত তিনজন জঙ্গিই হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত। জঙ্গিদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়েছে। তবে, এখনও অবধি এই তিন জঙ্গিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
সেনা কর্মকর্তারা জানান, কাশ্মীরের বুদগাঁওর মহাগাম এলাকায় গাঢাকা দিয়েছে তিন জঙ্গি। এমন একটি খবর পান তারা। এরপর সে অঞ্চলে তাদের সন্ধানে অভিযান শুরু করা হয়।
সিআরপিএফ, ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীরের স্পেশাল অপারেশন গ্রুপ জঙ্গিদের সেই গোপন ডেরায় হানা দেয়। এলাকাটি পুরো ঘিরে ফেলে তারা। সেখানেই জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত হয় তিন জঙ্গি।
ঘটনার পরই কাশ্মীরের ওই এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাজুড়ে চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
-বিদেশ ডেস্ক