বুধবার, ৫ই জুলাই, ২০১৭ ইং ২১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

মাশরাফির অধিনায়কত্ব নিয়ে আলোচনা!

AmaderBrahmanbaria.COM
জুলাই ২, ২০১৭

---

 

স্পোর্টস ডেস্ক : রোববার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে প্রশ্ন করা হয়েছিল, ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে থাকতে পারবেন কি না তা নিশ্চিত নয়! তাই আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়ে নতুন অধিনায়কের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। যেন ২০১৯ বিশ্ব্কাপের জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে পারেন নতুন অধিনায়ক। আপনাদেরও (বিসিবি) সকল পরিকল্পনা ২০১৯ বিশ্বকাপকে ঘিরে। অপ্রিয় হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কি এমন কোনো কঠিন সিদ্ধান্ত নিবে পেশাদারিত্ব দেখিয়ে?

সাংবাদিকের এমন প্রশ্নে প্রস্তুত মনে হলো বিসিবি সভাপতিকে! স্পষ্টই জবাব দিলেন নাজমুল হাসান,‘এরই মধ্যে একটা পদক্ষেপ নেয়া হয়েছে।’ কোন পদক্ষেপ সেটাও মনে করিয়ে দিলেন নাজমুল হাসান,‘২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাশরাফি অধিনায়ক হিসেবে খেলতে পারবে কিনা তা আমরা জানি না। সেজন্য আমরা তখন ওর সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম। তবে ও নিজ থেকেই ঘোষণা দিয়েছে। আমরা বলিনি কবে, কখন এটা হবে। আমাদের সঙ্গে আলাপ করারপর ও নিজেই ঘোষণা দিয়েছে।’

আইসিসি ইভেন্টে বড় সাফল্য পেতে বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপ নিচ্ছে বিসিবি। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় সাড়া দিতে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ও খেলা ছেড়েছেন মাশরাফি। এখন ওয়ানডে অধিনায়কত্ব করছেন মাশরাফি। দলকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও নিয়ে গেছেন। তার হাত ধরেই বাংলাদেশ পেয়েছে ক্রিকেটের সবথেকে বড় সাফল্য।

মাশরাফি নিজ থেকে পরিকল্পনা করছেন ২০১৯ বিশ্বকাপ খেলার! মাশরাফির একাধিক ঘনিষ্ঠসূত্র এমনটাই জানিয়েছেন। তবে বিসিবির পরিকল্পনায় কি মাশরাফি আছেন? বোর্ড সভাপতি স্পষ্ট করে কিছু বলেননি। তবে টি-টোয়েন্টির সিদ্ধান্তকে দেখছেন বিরাট উদাহরণ হিসেবে। তার ভাষ্য,‘আমরা যে প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি এটাও তো বিরাট উদাহরণ।’