মাশরাফির সাক্ষাত পেতে কখন যাবেন?
---
স্পোর্টস ডেস্ক : একজন ক্রিকেটারের চাইতেও একজন মানুষ হিসেবে কোটি কোটি ভক্তর কাছে আইডল হলেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার গভীর জীবনবোধে উজ্জীবিত করে সবাইকে। তাইতো টাইগার ক্যাপ্টেনের সঙ্গে সাক্ষাত করতে মানুষের ঢল নামে সর্বত্র। বর্তমানে নড়াইলে নিজের বাড়িতে অবস্থান করছেন টাইগার ক্যাপ্টেন। সেখানও প্রতিদিন লেগেই আছে মানুষের ঢল। দূর-দূরান্ত থেকে মানুষ আসছে ম্যাশের সঙ্গে দেখা করতে। হাসিমুখে তাদের আবদার পূরণ করছেন মাশরাফি।
তবে একটু ভেবে দেখুন তো, ক্রিকেট আর ভক্তদের বাইরেও একজন মানুষের নিজস্ব একটা জীবন আছে। বেশিরভাগ সময়ই দর্শনার্থীদের চাপে বাড়ি থেকে বের হওয়ার ফুরসত পাননা তিনি। কিন্তু ভক্তরা তো আসে ভালোবেসে প্রিয় নায়কের সঙ্গে দেখা করতে। ভালোবাসা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো যুক্তির ধার ধারে না। ম্যাশও কাউকে নাখোশ করতে চান না। তাই এই সমস্যার একটি দারুণ সমাধান বের করেছেন টাইগার ক্যাপ্টেন। ভক্তদের সঙ্গে সাক্ষাতের জন্য সময় বেঁধে দিয়েছেন মাশরাফি। এখন থেকে দিনে তিনবার ম্যাশের সাক্ষাত পাবেন ভক্তরা।
আগামী ১ জুলাই শনিবার নাগাদ ঢাকায় ফেরার কথা আছে মাশরাফির। সে পর্যন্ত তিনি নড়াইলেই থাকবেন। এই কয়দিন মধ্যে মাশরাফির সান্নিধ্য পেতে তিনটি নির্দিষ্ট সময়ে যেতে হবে। সকাল ১০টা থেকে ১১টা, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা এবং রাত ৯টা থেকে সাড়ে ৯টা। এই তিন সময়ে গেলেই মিলবে প্রিয় অধিনায়কের দেখা। সাথে সেলফি কিংবা অটোগ্রাফও। আসলে রাজধানীর কঠিন জীবন ছেড়ে একটু নিজের মত কাটাতে নড়াইলে যান মাশরাফি। কিন্তু ভক্তদের চাপ লেগেই আছে। বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসছেন তাকে দেখতে। মানুষকে ভালোবেসে যাওয়া ম্যাশ কাউকে হতাশ করতে চান না। তাই এই ব্যবস্থা।