দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল নগরী ঢাকা
AmaderBrahmanbaria.COM
জুন ২৬, ২০১৭
---
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক সংস্থা ‘মার্কার’ তাদের এ বছরের জরিপের ফলাফলে জানিয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে ঢাকাই বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।
জরিপ পরিচালনা করা প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোন দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের জীবনযাত্রার খরচ কেমন, সেই বিচারে বাংলাদেশের রাজধানী ঢাকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল নগরী।
খবরে বলা হয়, এবার সেই তালিকায় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী এঙ্গোলার রাজধানী লুয়ান্ডা, আর তার পরে আছে যথাক্রমে হংকং, টোকিও, জুরিখ এবং সিঙ্গাপুর। বাংলাদেশের অবস্থান ৩৮। অথচ প্রতিবেশী ভারতের সবচেয়ে ব্যয়বহুল নগরী মুম্বাইর অবস্থান ৫৭-তে।