g পাহাড় ধসের ঘটনার চতুর্থ দিনে আরও দুই জনের মরদেহ উদ্ধার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১৪ই অক্টোবর, ২০১৭ ইং ২৯শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

পাহাড় ধসের ঘটনার চতুর্থ দিনে আরও দুই জনের মরদেহ উদ্ধার

AmaderBrahmanbaria.COM
জুন ১৬, ২০১৭
news-image

---

অনলাইন ডেস্ক : রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনার চতুর্থ দিনে আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এ নিয়ে পাঁচ জেলায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৫৬ জন। শুক্রবার (১৬ জুন) ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করেন।

পাহাড় ধসের ঘটনায় এ পর্যন্ত রাঙামাটিতেই ১১৩, বান্দরবানে ৬, কক্সবাজারে ২, খাগড়াছড়িতে ২ এবং চট্টগ্রামে ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। রাঙামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক গোলাম মোস্তফা বিষয়টি করে জানান, অভিযানে অংশ নেওয়া উদ্ধারকর্মীরা বেলা ১১টার দিকে শহরের সার্কিট হাউস এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এছাড়াও শহরের ভেদভেদী লোকনাথ এলাকা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

এ জাতীয় আরও খবর