বৃহস্পতিবার, ২২শে জুন, ২০১৭ ইং ৮ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

বন্দুক হামলায় লেসোথোর প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত

AmaderBrahmanbaria.COM
জুন ১৬, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক : অভিষেকের দুদিন আগে লেসেথোর নতুন প্রধানমন্ত্রী থমাস থাবানের স্ত্রী বন্দুকধারীর হামলায় নিহত হলেন।

পুলিশ জানিয়েছে, থমাস থাবানের স্ত্রী লিপোলেলো থাবানে এক বান্ধবীর সঙ্গে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত বন্দুকধারী তাদের ওপর হামলা চালায়। তবে কেন এ হামলা হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

২০১২ সাল থেকে লিপোলেলো ও থমাস আলাদা বসবাস করছেন। তালাকের জন্য তারা আবেদন করেছেন। তবে আদালতে তা এখনো মঞ্জুর হয়নি।

থমাস থাবানের প্রতিবেশীরা জানিয়েছেন, এ সপ্তাহের শুরুতে কিছু অপরিচিত লোকজন তার বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করছিল।

এদিকে, বার্তাসংস্থা এএফপিতে বলা হয়েছে, কে পাবেন ফার্স্ট লেডির মর্যাদা- এ নিয়ে থমাসের ছোট স্ত্রী লিয়াবিলোর সঙ্গে বিবাদ চলছিল লিপোলেলোর। বিষয়টি আদালতে তোলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আদালত ফার্স্ট লেডির মর্যাদা দিয়েছেন লিপোলেলোকে।

এ মাসের শুরুর দিকে লেসোথোয় সাধারণ নির্বাচন হয়। তিন বছরের মধ্যে এটি ছিল তৃতীয় নির্বাচন। দেশটিতে ক্ষমতা নিয়ে বহুপক্ষীয় দ্বন্দ্ব রয়েছে। সেনাবাহিনীতে এখনো থাবানের শুক্র রয়েছে।

অন্যদিকে, দুর্ঘটনার পর নির্ধারিত সময়ে থমাস থাবানের অভিষেক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

এ জাতীয় আরও খবর