বৃহস্পতিবার, ২২শে জুন, ২০১৭ ইং ৮ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রিটেনে পরমাণু বোমারু বিমান মোতায়েন আমেরিকার

AmaderBrahmanbaria.COM
জুন ১৫, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার সঙ্গে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই প্রথমবারের মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম কয়েকটি কৌশলগত বোমারু বিমান ব্রিটেনে মোতায়েন করল আমেরিকা। জানা গেছে, ব্রিটেনে বর্তমানে মোতায়েন রয়েছে দু’টি বি-২ স্টিলথ বোমারু বিমান। এ বিমানের প্রতিটির মূল্য ৫০ কোটি ডলারের বেশি।

এছাড়া তিনটি বি-৫২এইচ স্ট্র্যাটেরোটোফোট্রেস এবং তিনটি বি-১বি ল্যান্সার বোমারু বিমান মোতায়েন রয়েছে ব্রিটেনে। এসব বিমান ব্রিটেনের গ্লোসেস্টারশেয়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে ব্রিটিশ এই ঘাঁটির এক মুখপাত্র দাবি করেছেন, বাল্টিক অঞ্চলে ন্যাটোর চলমান মহড়ায় অংশগ্রহণের জন্য এসব বিমান মোতায়েন করা হয়েছে। এছাড়া এই বিমানগুলো মোতায়েনের মধ্য দিয়ে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির কার্যকারিতা বেড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

অতীতে ইরান ও আফগানিস্তানে এই বিমান ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর