মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের খণ্ডিত দেহ উদ্ধার
---
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় এক বাংলাদেশি শ্রমিকের খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার কেদাহ প্রদেশের সুংগাই পেতানির কামপুং লিবাই এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
কেদাহ পুলিশের প্রধান কমিশনার দাতুক আসরি ইউসুফ জানিয়েছেন, হত্যার শিকার ওই শ্রমিকের নাম মফিয়ান উদ্দিন (৩৮)। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টায় ওই শ্রমিকের বাসার রান্নাঘরের লুকানো তিনটি প্লাস্টিকের প্যাকেট থেকে তার খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘ শনিবার ওই ব্যক্তির কোনো খোঁজ না পেয়ে তার প্রেমিকা পুলিশের কাছে অভিযোগ করে। পরে পুলিশের একটি দল ওই শ্রমিকের বাসায় যায়। এসময় নারী পুলিশের দলটির সঙ্গে ছিল। বাড়ির দরজা তালাবদ্ধ ছিল। ওই নারীর দেওয়া অতিরিক্ত চাবি দিয়ে পুলিশ তালা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে।’
তিনি জানান, তদন্তের জন্য দেহাংশ সুলতানাহ বাহিয়াহ হাসপাতালে পাঠানো হয়েছে।
কমিশনার আসরি জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে ওই শ্রমিকের বৈধ কাগজপত্র ছিল। সে ওই বাড়িতে গত ফেব্রুয়ারি থেকে বাস করতো। পুলিশ ওই বাড়ির বাসিন্দা মো. জুলফিকার (৩৭) ও নূর (৫০) নামে দুই বাংলাদেশি শ্রমিককে খুঁজছে। জুলফিকার একটি হিমায়িত খাদ্যপণ্যের দোকানে সহকারী এবং নূর একটি কারখানায় কাজ করতো।
পুলিশ কমিশনার বলেন, ‘আমাদের বিশ্বাস তাদেরকে আটক করতে পারলে তদন্তে কিছুটা আলো দেখা যাবে।’