বোরকা-হিজাবে নজর কর্পোরেট বিশ্বের
---
আন্তর্জাতিক ডেস্ক :পশ্চিমা বিশ্বের বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন মাত্রায় মুসলিম পোশাক হিসেবে পরিচিত বোরকা ও হিজাব নিষিদ্ধ করায় বিশেষ এ পোশাকটি আলোচনায় চলে আসে। বিষয়টি নজর এড়ায়নি কর্পোরেট জগতের। তারা বিশ্বজুড়ে বিশেষ এ পোশাকটির বাণিজ্যিক মূল্য ও সম্ভাব্যতা নিয়ে গবেষণা করিয়ে জানতে পেরেছেন, এ পোশাকটির বাণিজ্যিক সম্ভাবনা বেশ আকর্ষণীয়। তাই তারা হিজাব ও বোরকা খাতে বিনিয়োগের প্রস্তুতি নিয়েছে। তারা মনে করছেন, বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা যে হারে বাড়ছে, তাতে বোরকা ও হিজাবের ব্যবসা দিন দিন শক্তিশালী হবে।
তবে সমাজবিজ্ঞানীরা মনে করছেন, মুনাফার লোভেই বিশেষ পোশাক বোরকা ও হিজাবকে নতুন করে সামনে আনছে পুঁজিপতি ও কর্পোরেট চক্র। তারা বলেন, কর্পোরেট জগতের কাছে মুনাফার চেয়ে বড় ইবাদাত আর কিছু নেই। মুনাফার ঘ্রাণ পেলে তারা মাদকেও বিনিয়োগ করে।
জানা গেছে, সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশে বোরকা ও হিজাব নিষিদ্ধ করা হলে বিষয়টি পুঁজিপতিদের নজর কাড়ে। ফলে বিশ্বব্যাপী আলোচনায় আসে এই পোশাকগুলো। বিশেষত হাজারো প্রতিকূলতার পরও পোশাকটির ধর্মীয় ও সামাজিক আবেদন পশ্চিমা বিশ্বেও ফুটে ওঠে।
এরপরই বিশ্বের নামী সব ব্র্যান্ড বোরকা-হিজাব বিপণনে নেমে পড়ে নতুন নতুন আইডিয়া নিয়ে ক্রেতা আকৃষ্ট করতে। তারই অংশ হিসেবে গত বছরের শেষ দিকে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে প্রথমবারের মতো হিজাব পরে ক্যাটওয়াকে অংশ নিয়েছেন নামি মডেলরা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, নিউউয়র্কের ওই পোশাক প্রদর্শনী বোরকা ও হিজাবের বাজারকে অনেকটাই উন্মুক্ত করবে বলে অনেকেই মনে করছেন। বিশেষত মুসলিম দেশগুলোতে বোরকা ও হিজাবের প্রচলন বৃদ্ধিতে কর্পোরেট জগতের এই ব্যবসায়িক উদ্যোগ বড় মাপের ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
বিবিসি সূত্রে জানা গেছে, এশিয়া ও আফ্রিকার ছাড়াও পশ্চিমা বিশ্বেও এখন হিজাব ও বোরকার বাজার বিকাশমান। মুসলিম দেশসহ পশ্চিমা বিশ্বে হিজাব ও বোরকার প্রায় ৫০০ কোটি মার্কিন ডলারের বাজার তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
সমাজ বিজ্ঞানীদের মতে সামন্ত ব্যবস্থা উচ্ছেদের পরপরই রেঁনেসার মধ্য দিয়ে সামাজিকভাবে নারীদের এই পর্দা প্রথার বিলুপ্ত ঘটে বিশ্বব্যাপি। সেই সাথে এই পোশাকগুলোও সামাজিকভাবে তার গ্রহণযোগ্যতাও হারায়। কিন্তু বিশ্বায়নের এই যুগে বোরকা ও হিজাবকে আবার পুঁজির টানে নতুন করে সামনে আনছে পুঁজিপতি ও কর্পোরেট চক্র।
উল্লেখ্য, শুধু বাংলাদেশেই রয়েছে এর হাজার কোটি টাকার বাজার। বিভিন্ন গবেষণার বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, দেশে ১৫ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে প্রায় ৪০ শতাংশ বোরকা ও হিজাব পরিধান করছে। এর মধ্যে গ্রামীণ নারীদের প্রায় ৫০ শতাংশ পোশাকটি পরছেন। শহুরে নারীদের মধ্যে এ হার কিছুটা কম। তবে তা ৩০ শতাংশের নিচে নয়।