g আবগারি শুল্কের হার পরিবর্তন হতে পারে : অর্থমন্ত্রী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৭ই অক্টোবর, ২০১৭ ইং ২২শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

আবগারি শুল্কের হার পরিবর্তন হতে পারে : অর্থমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
জুন ১৪, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক গ্রাহকদের ওপর আরোপিত আবগারি শুল্কের হার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার (১৪ জুন) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, এ নিয়ে সংসদে আলোচনা হয়েছে। আবগারি শুল্কের হার কিছুটা পরিবর্তন হতে পারে। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের সংসদে আবগারি শুল্কের হার নিয়ে কথা বলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এম এ মান্নান এ বিষয়ে কথা বলার অথরিটি নয়।

গত মঙ্গলবার (১৩ জুন) জাতীয় সংসদে ব্যাংক হিসাবে বাজেটে প্রস্তাবিত বাড়তি আবগারি শুল্ক তুলে নেওয়ার বিষয়ে সরকারের উচ্চ মহলে ‘চিন্তা-ভাবনা’ চলছে বলে আশ্বস্ত করেন অর্থ প্রতিমন্ত্রী। এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বলেও সংসদে বাজেট নিয়ে সাধারণ আলোচনায় তিনি জানান।

গত ১ জুন অর্থমন্ত্রীর ঘোষিত বাজেটে ব্যাংক গ্রাহকদের ওপর বাড়তি হারে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করার পর থেকেই এ নিয়ে আলোচনা চলছে।

এ জাতীয় আরও খবর