মঙ্গলবার, ২০শে জুন, ২০১৭ ইং ৬ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

AmaderBrahmanbaria.COM
জুন ১২, ২০১৭
news-image

---

ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ থেকে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। ট্রেনের টিকিট বিক্রি হবে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে।
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ জন্য ২৩টি কাউন্টার খোলা রাখা হচ্ছে। নারীদের জন্য একটি ও প্রতিবন্ধীদের জন্য একটি কাউন্টার।
আজ ২১ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে। ১৩, ১৪, ১৫ ও ১৬ জুন বিক্রি হবে যথাক্রমে ২২, ২৩, ২৪ ও ২৫ জুনের অগ্রিমি টিকিট। এ জন্য ২৩টি কাউন্টার খোলা রাখা হচ্ছে। নারীদের জন্য একটি ও প্রতিবন্ধীদের জন্য একটি কাউন্টার। বাসের টিকিট পাওয়া যাবে রাজধানীর গাবতলী, টেকনিক্যাল ও আশপাশ এলাকার বাস কাউন্টারগুলোতে।
এদিকে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে রাত থেকেই রেলস্টেশনে ভিড় করে টিকিট প্রত্যাশীরা।

এ জাতীয় আরও খবর