g ‘আ.লীগ ৩০ সিট পাবে, ফখরুল এ ঐশী বাণী কোথায় পেলেন?’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৩ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

‘আ.লীগ ৩০ সিট পাবে, ফখরুল এ ঐশী বাণী কোথায় পেলেন?’

AmaderBrahmanbaria.COM
জুন ১০, ২০১৭
news-image

---

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে কে কয় সিট পাবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কীভাবে এ ঐশীবাণী পেলেন যে, আওয়ামী লীগ ৩০ সিট পাবে। ৩০ সিট অন্যকে দিতে গিয়ে নিজেরা ৩০ সিট পেয়েছেন এর আগে।

আগামী নির্বাচনে বিপুল ভোট পেয়ে আওয়ামী লীগ তৃতীয়বারের মতো বিজয়ী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বিএনপি’র ৩০ সিট পাওয়ার রেকর্ড রয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০ সিট পাবে, এ ঐশী বাণী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথায় পেলেন? এর আগেও বিএনপি এই দম্ভোক্তি করে নির্বাচনে হেরেছিল। ’

শনিবার দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা জনগণের সঙ্গে ভালো আচরণ করেন। উন্নয়ন ও অর্জন সরকারের ওপর ছেড়ে দিন। মানুষের সঙ্গে খারাপ আচরণ করলে আপনাদের ভয়ে এখন তারা প্রতিবাদ করবে না, কিন্তু নির্বাচনের সময় ব্যালটের মাধ্যমে প্রতিবাদ করে এর শাস্তি দেবে।’

‘যাঁরা ভাবেন ২০০১ সাল আবার ফিরে আসবে, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন’ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তখনকার আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগ সম্পূর্ণ ভিন্ন।

এ সময় তিনি দুঃসময়ের দলীয় কর্মীদের কোণঠাসা না করার জন্যও দলের নেতাদের প্রতি নির্দেশ এবং তাদের খোঁজখবর নিতে বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ফেনী-২ আসনের সংসদ সদ্স্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমাসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতারা।