অত্যন্ত চালাক ব্যবসায়ী ছিলেন মহাত্মা গান্ধী: অমিত শাহ
---
আন্তর্জাতিক ডেস্ক :মহাত্মা গান্ধী অত্যন্ত চালাক ব্যবসায়ী ছিলেন- এমনটিই মন্তব্য করেছেন ভারতের শাসকদল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শুক্রবার ছত্তিশগড়ে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ মন্তব্যের পরপরই দেশটিজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। গান্ধীজি সম্পর্কে এই মন্তব্যের জন্য অমিত শাহের ক্ষমা চাওয়া উচিত বলে দাবি তুলেছে কংগ্রেস ও তৃণমূল।
কংগ্রেস ও মহাত্মা গান্ধীকে উদ্দেশ্য করে অমিত শাহ বলেন, ‘কংগ্রেস দল কোনো নীতি বা আদর্শের ভিত্তিতে গড়ে ওঠেনি। স্বাধীনতা অর্জনের জন্য তখন কিছু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল কংগ্রেস। আর মহাত্মা গান্ধী ছিলেন একজন অত্যন্ত চালাক ও চতুর ব্যবসায়ী। কংগ্রেসের অন্ধকার ভবিষ্যত সম্বন্ধে তার কাছে আগাম ইঙ্গিত ছিল। তাই স্বাধীনতার পরপরই তিনি বলেছিলেন কংগ্রেসকে ভেঙে দেয়া উচিত। কিন্তু তিনি নিজে সে কাজ করে যেতে পারেননি, এখন সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে কিছু মানুষ।’
বিজেপি সভাপতির এই মন্তব্যের পরই দেশবাসীর কাছে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।
দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানান, ‘মহাত্মা গান্ধী, স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের সকলকে ব্যবসায়ী বলে বিজেপি সভাপতি অপমান করেছেন। এই মন্তব্যের জন্য অমিত শাহ, বিজেপি ও মোদির ক্ষমা চাওয়া উচিত।’
এদিকে, শনিবার দুপুরে দার্জিলিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘মহাত্মা গান্ধী ছিলেন জাতির জনক, তিনি ছিলেন বিশ্বের আইকন। তার বিরুদ্ধে এমন বিবেচনাহীন মন্তব্য করাটা উচিত নয়। এটা দুর্ভাগ্যজনক, অনৈতিক ও অগণতান্ত্রিক।’
রাজনীতিবদের আরো বেশি দায়িত্বশীল হয়ে সংযত ভাষা ব্যবহার করা উচিত বলেও জানান মমতা।
তিনি আরো বলেন ‘গান্ধীজি সম্পর্কে এই মন্তব্যের জন্য আমরা দুঃখিত, স্তম্ভিত এবং শোকাহত। আমি মনে করি শিগগির এই মন্তব্য তুলে নিয়ে ক্ষমা চাওয়া উচিত।’