g ৪ উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৬ই জুলাই, ২০১৭ ইং ১লা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

৪ উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা

AmaderBrahmanbaria.COM
জুন ৭, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অস্টম আসরের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং সিন্ধান্ত নেই দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের পেসারদের বিপক্ষে এজবাস্টনে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল ভালো। কিন্তু পাক স্পিনাররা আক্রমণে এসেই ভেলকি দেখাতে শুরু করেছেন। ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাফিজের ঘূর্ণিতে ৪০ রানের উদ্বোধনী জুটির পর ৯০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে প্রোটিয়ারা। ফলে বুধবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা-মরার লড়াইয়ের শুরুতে পাকিস্তানের হাতে ম্যাচের লাগাম অনেকটাই।

এই প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচের মতো এদিনও দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা হয়েছে ধীরগতির। প্রথম বাউন্ডারির জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে চতুর্থ ওভার পর্যন্ত। দেখে শুনে ব্যাট চালিয়েছেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও হাশিম আমলা। মোহাম্মদ আমির ও জুনায়েদ খানের বলগুলো খেলেছেন মেপে মেপে। ৮ ওভারে দুজনে মিলে যোগ করে ফেলেন ৩৯ রান।

এরপর পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ পরিবর্তন আনেন বোলিংয়ে। বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম আক্রমণে এসেই দলীয় ৪০ রানে ভেঙে দিয়েছেন প্রোটিয়াদের উদ্বোধনী জুটি। বিদায় করেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আমলাকে। এলবিডাব্লিউর শিকার হয়ে ফেরার আগে আমলা করেছেন ১৬ রান। ২০ বলের ইনিংসে চারের মার ২টি।

এরপর ১ রানের ব্যবধানে ২ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলেছে পাকিস্তান। ডি কক আউট হয়েছেন মোহাম্মদ হাফিজের বলে। তার ব্যাট থেকে এসেছে ৩৩ রান। ৪৯ বলের ইনিংসে মাত্র ২টি বাউন্ডারি মেরেছেন তিনি। এরপর ইমাদ নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেছেন এবি ডি ভিলিয়ার্সকে। আগের ম্যাচেও ব্যর্থ প্রোটিয়া অধিনায়ক এবার মেরেছেন ‘গোল্ডেন ডাক’।

পাকিস্তান একাদশ:
আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটকিপার), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলি, জুনায়েদ খান।

দক্ষিণ আফ্রিকা একাদশ:
হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), ফ্যাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, মর্নে মরকেল, ইমরান তাহির।

এ জাতীয় আরও খবর