শেরপুরে টর্নেডোতে শতাধিক ঘর বিধ্বস্ত, আহত ১০
---
নিজস্ব প্রতিবেদক : শেরপুরে টর্নেডোর আঘাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ফকির পাড়া, সুনার পাড়া, বটতলা ও বাধা পাড়াসহ আশপাশের গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১০জন। এদিকে টর্নেডোর আঘাতে ৩৩ কেভি বৈদ্যুতিক খুঁটিসহ জেলার বিভিন্ন স্থানে খুঁটি ভেঙ্গে পড়ায় জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সূত্রে জানা গেছে, শনিবার রাতে টর্নেডো আঘাত হানে। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হয়। এক মিনিটের কম সময় ধরে চলা এই টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় ঘরবাড়ি, উপড়ে পড়ে গাছপালা। ঘর ও গাছচাপা পড়ে আহত হয় মানুষসহ গবাদি পশু। গুরুতর আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার পর অনেক কিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে স্থানীয় ইউনিয়ন পরিষদসহ উপজেলা প্রশাসন।
পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ হায়দার আলী জানান, ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।