বৃহস্পতিবার, ৮ই জুন, ২০১৭ ইং ২৫শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রিটিশ পার্লামেন্টে যাওয়ার লড়াইয়ে ১৪ বাংলাদেশি

AmaderBrahmanbaria.COM
জুন ৩, ২০১৭
news-image

---

অনলাইন ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার প্রক্রিয়া জোরদার করতে আগাম নির্বাচনের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে। এই নির্বাচনে বিভিন্ন দলের হয়ে ১৪ জন ব্রিটিশ বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আটজন লড়ছেন প্রধান বিরোধী দল লেবার পার্টির হয়ে। চারজন স্বতন্ত্র প্রার্থী, লিবারেল ডেমোক্রেট ও ফ্রেন্ডস পার্টির হয়ে লড়ছেন একজন করে।

আগামী ৮ জুন বৃহস্পতিবার এই ভোট হবে।

৬৫০ আসনের পার্লামেন্টের ৩৩১টিতে জয়ী হয়ে গতবার সরকার গঠন করেছিল কনজারভেটিভরা। ২০১৫ সালের ওই নির্বাচনে লেবার পার্টির হয়ে লড়েছিলেন পাঁচজন ব্রিটিশ বাংলাদেশি, যাদের তিনজনই জয়ী হন। তবে কনজারভেটিভ দল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী একমাত্র ব্রিটিশ বাংলাদেশি পরাজিত হয়েছিলেন।

গতবারের বিজয়ী রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রুপা হক এবারও লেবারের টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের সঙ্গে এই দল থেকে প্রার্থী হয়েছেন আনোয়ার বাবুল মিয়া, মেরিনা আহমদ, রওশন আরা, ফয়সল চৌধুরী এমবিই ও আবদুল্লাহ রুমেল খান।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাজু মিয়া; ফ্রেন্ডস পার্টির হয়ে লড়ছেন আফজল চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন আজমল মাশরুর, অলিউর রহমান, আবু নওশাদ ও ব্যারিস্টার মির্জা জিল্লুর।

এ জাতীয় আরও খবর

  • মক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫জনই বাংলাদেশিমক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫জনই বাংলাদেশি
  • ব্রাহ্মণবাড়িয়ায় ড. তৌফিক-ই-এলাহী ‘২০২১ সালের মধ্যে প্রতি ঘরে বিদ্যুৎ’
  • জুয়েলার্স ও রেইন ট্রি কর্তৃপক্ষকে ফের তলবজুয়েলার্স ও রেইন ট্রি কর্তৃপক্ষকে ফের তলব
  • বৈঠক করলেন সোনিয়া-মমতা : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জোর তৎপরতাবৈঠক করলেন সোনিয়া-মমতা : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জোর তৎপরতা
  • দুই ছাত্রী ধর্ষণ, বিল্লালকে ৪ ও রহমতের ৩ দিনের রিমান্ড মঞ্জুরদুই ছাত্রী ধর্ষণ, বিল্লালকে ৪ ও রহমতের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
  • লন্ডনে হামলাকারীদের একজন পরিচিত উগ্রবাদীলন্ডনে হামলাকারীদের একজন পরিচিত উগ্রবাদী
  • দেশের বিভিন্ন জায়গায় ভারি বর্ষণ হতে পারেদেশের বিভিন্ন জায়গায় ভারি বর্ষণ হতে পারে
  • ম্যানচেস্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ১৯, আহত ৫০ম্যানচেস্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ১৯, আহত ৫০
  • রপ্তানি বাণিজ্যে ওষুধশিল্পের অগ্রগতি বাড়ছে
  • রাজধানীর ‘জীবন্ত বোমা’ মেয়াদোত্তীর্ণ সিএনজি
  • চককীর্তি এলাকায় দুটো বাড়ি ঘিরে রেখেছে পুলিশচককীর্তি এলাকায় দুটো বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
  • স্বজনের কান্নায় ভারী সাভারের বাতাস, দাঁড়াতে দিচ্ছে না পুলিশস্বজনের কান্নায় ভারী সাভারের বাতাস, দাঁড়াতে দিচ্ছে না পুলিশ