g ভারতকেই ফেভারিট মনে করছেন সাঙ্গাকারা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২০শে জুলাই, ২০১৭ ইং ৫ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতকেই ফেভারিট মনে করছেন সাঙ্গাকারা

AmaderBrahmanbaria.COM
মে ৩১, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ব্যাপারে ভারতকেই ফেভারিট মনে করছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তার কারণ হিসেবে ভারতের জোরে বোলিংকেই তুলে ধরছেন তিনি। সাঙ্গাকারার মতে, ‘‌এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার চারটি দল রয়েছে। যাদের মধ্যে ভারতই সবচেয়ে শক্তিশালী। কোহলির দলে ভারসাম্য অনেক বেশি। পেসাররা ফর্মে রয়েছে। অশ্বিন–জাদেজা ওয়ানডে ক্রিকেটে বরাবরই ভয়ঙ্কর। আর কোহলি আইপিএলের ব্যর্থতা ঝেড়ে ফেলতে মরিয়া। ’‌তবে ভারতীয় দলে আরও কিছু তরুণ ক্রিকেটার থাকলে ভালো হত বলে মনে করেন সাঙ্গাকারা।

কোন চারটি দল সেমিফাইনালে যাবে?‌ সাঙ্গাকারার মতে, ‘‌সেরা চারটি দল বাছা কঠিন। তবে আমার মতে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা শেষ চারে যাবে। ’‌ এরপরই সাঙ্গাকারার সংযোজন, ‘‌কয়েক বছর আগেও দু’একটি দল রাজত্ব করত। এখন আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো দলই চমকে দিতে পারে। ’‌ আয়োজক ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে সাঙ্গাকারার মত, ‘‌শেষ ২ বছরে ওদের একদিনের দলটা দারুণ উন্নতি করেছে। আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছে দলে।’‌ সূত্র: আজকাল