কানে ঐশ্বরিয়ার পাশে রিহানা
---
বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবের এটি ৭০তম আসর। আর ঐশ্বরিয়া রায় বচ্চন ১৬ বারের মতো এতে যোগ দিলেন।
শুক্রবার প্রথম ঝলকেই তাক লাগিয়ে দিলেন সাবেক এ বিশ্বসুন্দরী। নতুন খবরটি হচ্ছে- এদিন জনপ্রিয় পপ তারকা ও হলিউড অভিনেত্রী রিহানার সঙ্গে ঘণিষ্ঠতার প্রমাণ পেলো অ্যাশের ভক্তরা।
ঐশ্বরিয়া নিজের ইনস্টাগ্রামে রিহানাকে নিয়ে ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যায়- ফটোগ্রাফারদের কাছে পোজ দিচ্ছেন। অপর আরেক ছবিতে দু’জন একসঙ্গে কুশল বিনিময় করছেন।
রেডকার্পেটে ঐশ্বরিয়ার লুক যেকোনো ডিজনি সুন্দরীও ঈর্ষান্বিত হবেন। মাইকেল সিঙ্কোর পাউডার ব্লু রংয়ের ব্রোকেড গাউনে অ্যাশ ঠিক যেন সিন্ড্রেলা।
সিন্ড্রেলা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে এই পাউডার ব্লু রংয়ের ব্রোকেড বলগাউন। ফিলিপিনের ফ্যাশন ডিজাইনার মাইকেল সিঙ্কো ঐশ্বর্যর পোশাকটি ডিজাইন করেছেন।
এতে মুগ্ধ ফ্যাশন সমালোকরাও। এর আগেও একাধিকবার কান চলচ্চিত্র উৎসবে অ্যাশের অ্যাপিয়ারেন্স নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কখনো বেগুনী লিপস্টিক, কখনো অমসৃণ মেকআপ। কিন্তু এবার অবশ্য বিতর্ক মিটিয়ে সমালোচকদের মুখে হাসি ফোটাতে পেরেছেন তিনি।
‘ওকজা’ছবির স্ক্রিনিংয়ে চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে একেবারে অন্য অবতারে ধরা দিলেন ৪৩ বছরের ঐশ্বরিয়া।
অ্যাশের লুক দেখে বুঝার উপায় নেই যে তার বয়স ৪৩ পেরিয়েছে।


বলিউডের সবচেয়ে সাড়া জাগানো ১১টি পরকীয়া সম্পর্ক