ঘিরে রাখা বাড়ির পেছন থেকে ২ সুইসাইডাল ভেস্ট উদ্ধার
AmaderBrahmanbaria.COM
মে ১৬, ২০১৭
---
ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেলিমের বাড়ির পেছনের বাঁশ বাগানে পুঁতে রাখা অবস্থায় ২টি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ভেস্ট ২টি উদ্ধার করে র্যাব ও পুলিশের যৌথবাহিনী। এর আগে সোমবার (১৫ মে) দিনগত রাত ১২টার পর থেকে ওই বাড়ি ২টি ঘিরে রাখে ঝিনাইদহ র্যাব-৬ এর সদস্যরা।
র্যাব ৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, সেলিমের (৩৩) বাবার নাম আত্তাবউদ্দিন ওরফে আতা ড্রাইভার এবং প্রান্তর (১৭) বাবার নাম মতিয়ার রহমান। প্রান্ত এ বছর এসএসসি পাস করেছে। এদিকে, বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি।
মদ উদ্ধারের পর তিন মামলা, ফেঁসে যাচ্ছে হোটেল রেইনট্রি


ঐশীর ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু
নিখোঁজ হওয়া সন্তানের তথ্য না জানালে অভিভাবকের বিরুদ্ধেও ব্যবস্থা
গুলশানসহ ২২ হত্যাকাণ্ডে জড়িত রাজীব গান্ধী: পুলিশ

