g ‘ভিশন-২০৩০’ ধোঁকাবাজির দলিল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৪ই নভেম্বর, ২০১৭ ইং ৩০শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

‘ভিশন-২০৩০’ ধোঁকাবাজির দলিল

AmaderBrahmanbaria.COM
মে ১৫, ২০১৭

---

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া ‘ভিশন ২০৩০’ ধোঁকাবাজির দলিল ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। সোমবার দুপুরে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে আয়োজিত জেলা কৃষকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, ‘ভিশন ২০৩০-এ খালেদা জিয়া জঙ্গি দমনের কথা বলেছেন। তার শাসনামলেই তো দেশে জঙ্গিদের উত্থান হয়। বিএনপি ক্ষমতায় থাকাকালে রাজশাহীতে পুলিশ প্রহরায় বাংলা ভাইয়ের মতো জঙ্গিরা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। আর তারা নাকি জঙ্গি দমন করবে!’

তিনি বলেন, ‘ভিশন ২০৩০ খালেদা জিয়া বলেছেন, ক্ষমতাসীন হলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল করবেন। তিনি তো তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, তখন তো বিশেষ ক্ষমতা আইন বাতিল করেননি।’

জেলা কৃষকলীগের আহবায়ক ওমর হোসাইন ভুলুর সভাপতিত্বে সম্মেলনে কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, আওয়ামী লীগের কৃষি ও সময়বায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শাহজাহান কামাল এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নূর উদ্দিন চোধুরী নয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা খোকন পাল, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে ওমর হোসাইন ভুলুকে সভাপতি ও হেজবুল বাহার রানাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।