বৃহস্পতিবার, ১৫ই জুন, ২০১৭ ইং ১লা আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

এই ফুল ফোটে ৩ হাজার বছর অন্তর!

AmaderBrahmanbaria.COM
মে ১৩, ২০১৭

---

অনলাইন ডেস্ক : বৌদ্ধ শাস্ত্রের বিশ্বাস‚ এই বিরল ফুল ফুটলে সূচিত হয় এক পবিত্র ঘটনা। তা হল‚ ভগবান বুদ্ধের পুনর্জন্ম। প্রকৃতির অপার বিস্ময়ের এক নিদর্শন এই ফুল। যা নাকি দেখা যায় ৩ হাজার বছর অন্তর। তাকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

> সংস্কৃতে এই ফুলের নাম ‘উদুম্বর‘। অর্থ হল‚ সুন্দর গন্ধ বিতরণকারী।

> ভারতীয় সংস্কৃতিতে একে বলা হয় স্বর্গের সুগন্ধি ফুল।

> চীনা ভাষায় নাম ‘ইউতান পোলুও‘ ( Youtan Poluo )।

> প্রতি ৩০০০ বছরে একবার ফোটে এই বিরল ফুল।

> ফুলের গন্ধ চন্দনের সুবাসের মতো।

> ফুলটিকে দেখতে অনেকটা লেস উইংস কীটের ডিমের মতো। তফাৎ বোঝা যায় গন্ধের উপস্থিতিতে।

> প্রাচীন বৌদ্ধ বিশ্বাস‚ এই ফুল আসলে সূচিত করে মর্ত্যে বুদ্ধের পুনর্জন্মকে। অর্থাৎ এই ফুল ফুটলে বিশ্বের কোথাও না কোথাও আবার জন্ম নিলেন সিদ্ধার্থ গৌতম। যিনি রাজার রাজা।

> ফুলটির আকৃতি খুব ছোট। ব্যাস মাত্র ১ মিলিমিটার।

> জলজ জায়গায় জন্মায় এই বিরল ফুল।

> দীর্ঘদিন ধরে ভাবা হতো বাস্তবে এই ফুলের অস্তিত্ব নেই। এটা একটা মিথ। পরে ভুল ভাঙে।

> ২০১০ সালে চীনের জিয়াংঝি প্রদেশে লুসান পাহাড়ে এক বৌদ্ধ সন্ন্যাসিনীর ঘরে ওয়াশিং মেশিনের নিচে এই ফুল ফুটেছিল।

> ২০০৭ সালে চিনের এক কৃষক তাঁর বাগানে জলের পাইপের গায়ে এই ফুল আবিষ্কার করেছিলেন।

> কোরিয়ার সিওলে ছোঙ্গে সা বুদ্ধমন্দিরে গৌতম বুদ্ধের মূর্তির মাথায় দেখা গিয়েছিল কয়েক গুচ্ছ উদুম্বর ফুল।

– ইন্টারনেট