আফগানদের কোচ হচ্ছেন ইউনিস খান!
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি তৃতীয় ও শেষ টেস্ট খেলেই পাকিস্তানের ব্যাট-প্যাড তুলে রাখবেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ইউনিস খান। খেলোয়াড় হিসেবে ক্রিকেটকে বিদায় জানালেও ফের ক্রিকেটেই যুক্ত হচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
প্রথম পাকিস্তানি হিসেবে টেস্টে ১০ হাজার রান করা ইউনিস এবার কোচিংয়ে যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশাল বলেছেন, অবসর নেয়ার পর আফগান ক্রিকেট দলের কোচ হতে সম্মতি জানিয়েছেন ইউনিস। বোর্ড এখন চুক্তি চূড়ান্ত করতে কাজ করছে।’
যদিও ঘোষণাটা এখনও আনুষ্ঠানিক হয়নি, তবে বিশ্বাসযোগ্য। কারণ আফগানিস্তান ক্রিকেটের অগ্রগতিতে এর আগেও পাকিস্তানের সাবেকরা হাত বাড়িয়ে দিয়েছিলেন। ইনজামাম-উল-হক, রশিদ লতিফ ও কবির খানের পর এবার আফগানিস্তানের দায়িত্ব ইউনিসের হাতে পড়লে অবাক হওয়ার কিছু নেই।