বিহারে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যে ঝড়বৃষ্টি সময় বজ্রপাতে ১৫ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার বজ্রবিদ্যুত্-সহ ভারী বর্ষণ হল প্রায় গোটা বিহারজুড়ে। ৩৮টি জেলার মধ্যে ৩০টি জেলা থেকেই ঝড়বৃষ্টি হয়েছে। রাজ্যে জুড়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।
ভারত সরকারের দুর্যোগ মোকাবিলা দফতর থেকে সন্ধ্যায় জানানো হয়, বিহারের প্রত্যন্ত অঞ্চল থেকেও ঝড়ে ক্ষয়ক্ষতির খবর আসছে। সব মিলিয়ে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে ৭ জনই মারা গোছেন বজ্রপাতে। বেগুসরাইয়ে দু-জন এবং দ্বারভাঙা, মধুবনি, সমস্তিপুর, মানের ও কৈমুরে একজন করে মারা গেছেন। দুর্যোগে মৃতের সংখ্যা আরো বাড়বে বলেই আশঙ্কা করছে প্রশাসন।
সরকারি সূত্রে খবর, বিভিন্ন জেলা থেকে বাড়িঘর ভেঙে পড়ার খবর আসছে। রাস্তাঘাটে গাছ উপড়ে পড়ে রয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকাগুলো। দুর্যোগে বিদ্যুত্বিচ্ছিন্নও হয়ে পড়েছে কয়েকটি এলাকা। এদিকে, দানাপুরে সদ্য় তৈরি একটি সেতুও ভেঙে পড়েছে।