সব দল নির্বাচনে যাবে, প্রত্যাশা ইইউ’র
নিজস্ব প্রতিবেদক : আগের তথা ২০১৪ সালের নির্বাচনের শিক্ষা নিয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দল পরের জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু সোমবার সকালে তার দফতরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ আশাবাদ ব্যক্ত করেন। ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় বা ইউরোপীয় সম্প্রদায় প্রতিষ্ঠার ভিত্তিমূল ট্রিটি অব রোমের ৬০তম বার্ষিকী উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ইইউ বলছে, বাংলাদেশের পরবর্তী নির্বাচনকে অনেক বেশি অংশগ্রহণমূলক করতে সব কটি রাজনৈতিক পক্ষ নির্বাচনে যাবে।
বাংলাদেশের আগামী নির্বাচন ছাড়াও ফ্রান্সের নির্বাচনের ফলাফল, বাংলাদেশ-ইইউ সম্পর্ক, পোশাকশিল্পের পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।