ঘোর বিপদে কলকাতা শিবির!
---
স্পোর্টস ডেস্ক :চলতি আইপিএলে দারুন ছন্দে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলটির নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ গৌতম গম্ভীর। সেরাদের দৌড়ে থাকা দলটি এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৭টিতে জয় পেয়েছে। বর্তমান পয়েন্ট টেবিলে তার অবস্থান দ্বিতীয়।
তবে ১১তম ম্যাচ শেষে দলটির রান মেশিন রবিন উথাপ্পার ইনজুরিতে বিপদে পড়েছে নাইট শিবির। ভারতীয় এই ব্যাটসম্যান ভুগছেন হ্যামেস্ট্রিং ইনজুরিতে। সেরে উঠতে হয়তো সপ্তাহ খানেক সময় লাগবে। আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন। ব্যাট ধরার সুযোগ পেয়েছেন ৯টিতে। ৯ ম্যাচের পাঁচটিতে করেছেন হাফ সেঞ্চুরি। নয় ইনিংস ব্যাট করে নামের পাশে যোগ করেছেন ৩৮৪ রান।
গত ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টের কাছে ৪ উইকেটে হেরে গেছে কেকেআর। ওই ম্যাচে ১৫৫ রান তুলেছিল গৌতম গম্ভীরের দল। কেকেআরের ব্যাটিংয়ে উথাপ্পার অভাবটা বেশ অনুভূত হয়েছে।
এদিকে প্লে-অফের আগে আরও তিনটি ম্যাচ খেলবে কেকেআর। হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে ওই ম্যাচ তিনটিতে যদি উথাপ্পাকে না পায় কেকেআর, তাহলে দলটির জন্য তা হবে বড়সড় এক ধাক্কাই। সেরা চারে থেকে লিগ পর্ব শেষ করতে এই তিন ম্যাচের একটি জিততেই হবে কেকেআরকে।
        
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে সম্ভাবনা দেখছেন সাকিব
                
মাটিতে পড়েও ড্যারেন স্যামির হাততালি
                
যে কারণে ফের বাদ নাসির…
                
জোড়া গোলেই বুফন-ধাঁধা মেলালেন মেসি