চট্টগ্রামে মাটির নিচ থেকে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার
AmaderBrahmanbaria.COM
মে ৩, ২০১৭
---
চট্টগ্রামের মহানগরীর বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর থেকে চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন ওই কলোনিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, ভোর ৪টা থেকে নগর পুলিশের শতাধিক সদস্য নয়টি দলে ভাগ হয়ে অভিযান শুরু করে। অভিযানে কলোনির বিভিন্ন স্থানে মাটির নিচে পুঁতে রাখা ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।
‘বাড়িটি ছিল জেএমবির বোমা তৈরির কারখানা’


সিদ্ধিরগঞ্জে ‘পাখি উড়ে গেছে পড়ে আছে পাখা’
বুলবুল ও গউছ এর বরখাস্তের আদেশ স্থগিত

বড়হাটে অভিযান স্থগিতের পর জঙ্গি আস্তানায় আবারও বিস্ফোরণ

আতিয়া মহলে আজও বিস্ফোরণের শব্দ
দুই জেলায় তিন জঙ্গি আস্তানা : সর্বোচ্চ সতর্কাবস্থায় পুলিশ
সিলেটে হামলার দায় স্বীকার আইএসের
