বুধবার, ৫ই জুলাই, ২০১৭ ইং ২১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

কসবায় ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণসহ ছয়দফা দাবীতে সভা

AmaderBrahmanbaria.COM
মে ২, ২০১৭

---

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : প্রাথমিক সমমান ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণসহ ছয়দফা দাবীতে সভা করেছেন বাংলাদেশ ইবতেদায়ি শিক্ষক ফাউন্ডেশন ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলা শাখা। গত সোমবার (১ মে) আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের কসবা উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন; ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মো. মাজিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন প্রমুখ।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে; কসবা উপজেলায় সংযুক্ত ও স্বতন্ত্র ২২টি ইবতেদায়ি মাদরাসা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়কে সরকার জাতীয়করণ করেছেন। কিন্তু ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা বেসরকারি থাকলেও ওই সিনিয়র স্কেলে বেতন পাচ্ছেন না।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম বলেন; প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমান যোগ্যতা নিয়ে শিক্ষক নিয়োগ হচ্ছে। একই সিলেবাসে পড়ানো হচ্ছে। কিন্তু ওই স্কেলে বেতন দেয়া হচ্ছে না। ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণসহ ছয়দফা দাবীতে আন্দোলন করে যাচ্ছি।

 

এ জাতীয় আরও খবর