বুন্দেসলিগার রেকর্ড শিরোপা বায়ার্নের
AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৩০, ২০১৭
---
স্পোর্টস ডেস্ক : ভলফসবুর্গকে ৬-০ গোলে উড়িযে দিয়ে রেকর্ড টানা ৫বার বুন্দেসলিগার শিরোপা জিতল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয়ের স্বাদ পেল বাভারিয়ানরা।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা দাপট দেখিয়েছে ম্যাচের শুরু থেকেই। ম্যাচের ১৯ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন ডেভিড আলাবা।
৩৬ ও ৪৫ মিনিটে জোড়া গোল আদায় করে নেন বরার্ট লেভানডফস্কি। আরিয়েন রোবেন একটি গোল পেয়েছেন ৬৬ মিনিটে।
৮০ মিনিটে স্বাগতিকদের জালে বল জড়ান জার্মান সুপারস্টার থমাস মুলার। পাঁচ মিনিটের ব্যবধানে জশুয়া কিমিচের গোলে ৬-০ ব্যবধানে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
এ নিয়ে বুন্দেসলিগায় ২৭তম শিরোপা জিতল বায়ার্ন।