ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিলসহ ২ মাদককারবারী আটক
---
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেকে ২৬ কেজি গাজাঁ সহ শিপন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৬ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। আটক শিপন জেলার সদর উপজেলার সুিহলপুর এলাকার লেজন মিয়ার ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব সদস্যরা সরাইল বিশ্বরোড এলাকায় অভিযান চালায়। এসময় শিপনকে তল্লাশী করা হলে তার কাছ থেকে ২৬ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। আটককৃত শিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
এদিকে আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন থেকে ৬ কেজি গাঁজা ও ৩২ বোতল ফেন্সিডিলসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। আটক রফিকুল কুমিল্লা জেলার মুরাদনগরের মোঃ মতিনুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশনটির সিগন্যাল রুম থেকে ৬ কেজি গাঁজা এবং ২০ বোতল এবং রফিকুলের দেহ তল্লাশি করে আরো ১২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার বলেন, উদ্ধারকৃত মাদকসহ সহ আসমী রিফকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে ।