বৃহস্পতিবার, ২৭শে এপ্রিল, ২০১৭ ইং ১৪ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

এফডিসি কোনো সন্ত্রাসীর আস্তানা নয় : শাকিব খান

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২২, ২০১৭

বিনোদন প্রতিবেদক : শাকিব খানের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠাবে চলচ্চিত্র পরিচালক সমিতি। বিষয়টি নিয়ে শাকিব খান সভাপতির ক্ষমতাবলে গতকাল জরুরি সভা ডাকেন শিল্পী সমিতিতে। এর আগে তিনি জানান যে বিষয়টি সুরাহা না হলে আগামী ৫ তারিখ শিল্পী সমিতির নির্বাচন স্থগিত করা হবে। সামগ্রিক বিষয়টি নিয়ে হতাশা জানিয়েছেন শাকিব।

দুপুর থেকেই এফডিসি ছিল সরগরম। নির্বাচনের প্রার্থীরা ছিলেন উৎকণ্ঠার মধ্যে। বিকেল থেকেই পুলিশ অবস্থান নেয় এফডিসিতে। ১০-১২টি মোটরসাইকেল এফডিসিতে মহড়া দিতে দেখা যায়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নায়ক শাকিব খান।

শাকিব খান বলেন, ‘সাধারণ ঘটনায় আইনকানুন, প্রশাসন, আদালত, উচ্চ আদালত এমনকি মোটরসাইকেলে মহড়া দিচ্ছে। এসব আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। এফডিসির যে কোনো বিষয় আমরা নিজেরাই বসে ঠিক করতে পারি। সেখানে পুলিশ আনতে হবে কেন? মোটরসাইকেলে কারা মহড়া দেয়? এসব বিষয় এখন খতিয়ে দেখা উচিত। গেটে পুলিশ পাহারা দিচ্ছে, এমন অবস্থায় কীভাবে বাইরের ১০-১২টা মোটরসাইকেল ভেতরে প্রবেশ করে? তাহলে আমাদের সিকিউরিটি কী? এখন তো এফডিসিতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আমি এফডিসির এমডি সাহেবের কাছে অনুরোধ করব সিসি ক্যামেরা দেখে মোটরসাইকেলে কারা মহড়া দেয় সেটি বের করার জন্য। পুলিশ প্রহরা থাকার পর কীভাবে এতগুলো মোটরসাইকেল ভেতরে আসল, এগুলো খুঁজে বের করা উচিত। তা না হলে আমাদের এখানে ক্যামেরা লাগানোয় লাভ কী?’

শাকিব আরো বলেন, ‘আমি এর আগে দুবার নির্বাচিত হয়েছি। যাঁরা ভোট দিয়েছেন সবাই চলচ্চিত্রের শিল্পী, গতকাল ভোট করলাম, ঠিক এর পরের দিন আবার একসঙ্গে একই ছবিতে কাজ করছি। এখানে কেউ আমরা প্রতিপক্ষ নই। আমি নির্বাচিত হওয়ার পর আমাকে উইশ করেছেন আরেকজন সভাপতি প্রার্থী। এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। যাঁরা ভোট দেন তাঁরা সবাই আমাদের সহকর্মী। এফডিসি কোনো সন্ত্রাসীর আস্তানা নয় যে এখানে মহড়া দিতে হবে। এতে করে বাইরের শক্তি এসে আমাদের জায়গাটা নষ্ট করে ফেলবে।’ এনটিভি অনলাইন