হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুবলী
বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা শবনম বুবলী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আজ শনিবার সকালে তাকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বাসায় তাকে অন্তত ৪৮ ঘণ্টা পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
জানা গেছে, পরশু সোমবার থেকে শাকিব খানের সঙ্গে পাবনায় ‘রংবাজ’ ছবির শুটিংয়ে অংশ নেবেন বুবলী।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুবলী ঋতু পরিবর্তনজনিত জ্বরে আক্রান্ত হয়েছেন। ওদিকে শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে, তাদের সন্তান সংক্রান্ত আলোচনায় জড়িয়ে যান বুবলী। ফলে তার ওপর অত্যধিক মানসিক চাপ পড়ে। সবকিছু মিলিয়ে অসুস্থ হন বুবলী। পরে গতকাল শুক্রবার রাতে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর তাকে স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। আজ সকালে বুবলী অনেকটাই সুস্থ ছিলেন।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুবলীকে। হাসপাতাল সূত্রে জানা যায়, তাকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার জ্বর ছিল ১০৩ ডিগ্রি। রক্তচাপও কম ছিল।
এর আগে রাতে গুলশানের টপকেপি রেস্তোরাঁয় ‘রংবাজ’ ছবির মহরত অনুষ্ঠানে অংশ নেন বুবলী। এই অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে বুবলীর অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বুবলীর বড় বোন নাজনীন মিমি রাতে মুঠোফোনে বলেন, গত তিন দিন ধরেই বুবলী অসুস্থ। জ্বর ছিল। মহরত অনুষ্ঠান থেকে উত্তরায় বাসায় ফেরার পথে অসুস্থতা বেড়ে যায়। তাই তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে বুবলীর অবস্থা দেখে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি জানান, পরশু সোমবার ছবির শুটিং শুরু হবে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী। এখন শুটিং শুরুর প্রস্তুতি চলছে।
এর আগে শাকিব খান ও বুবলী জুটি ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবিতে অভিনয় করেন। দুটি ছবিই দারুণ প্রশংসিত হয়।