বুধবার, ২৬শে এপ্রিল, ২০১৭ ইং ১৩ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

বিজয়নগরে প্রাণিসম্পদ কর্মকর্তাকে লাঞ্ছিত ও মন্ত্রীর উদ্ধোধনের ফলক ভাংচুর ঘটনায় থানায় মামলা

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২২, ২০১৭

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে প্রাণিসস্পদ মন্ত্রী উদ্বোধনের নাম ফলকটি  অফিস থেকে জোড় পূবক ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলা ও কর্মকর্তারা বাধা দিলে তাদের কে অফিসে ঢুকে মারধর করার ঘটনায় আজ সন্ধ্যায় বিজয়নগর থানায় মামলা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানা যায়। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: লুৎফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে জানান, সন্ধ্যায় আমি নিজে বাদী হয়ে অজ্ঞাত নামা ১০০/১২০জনকে আসামী করে বিজয়নগর থানায় মামলা দায়ের করি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, থানায় প্রাণিসম্পদ কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছে। উল্লেখ্য, বিজয়নগরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাড. ছাযেদুল হকের অনুষ্ঠান ঠেকাতে হরতাল কর্মসূচি ঘোষণার পর  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর করে কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এছাড়া তারা রোববার  নবনির্মিত উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধনের জন্য পাথর দিয়ে তৈরী করা  মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর নামফলকটিও ভেঙে দিয়েছে।