g সেন্টমার্টিনে কয়েকশ পর্যটক আটকা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ৯ই অক্টোবর, ২০১৭ ইং ২৪শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে কয়েকশ পর্যটক আটকা

AmaderBrahmanbaria.COM
মার্চ ১০, ২০১৭

---

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যাওয়া অন্তত ‘পাঁচশ’ পর্যটক আটকা পড়েছেন।

শুক্রবার বিকালে সেন্টমার্টিনের চেয়ারম্যান নুর আহমদ এ কথা জানান।

তিনি বলেন, “বৃহস্পতিবার বিকালে বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেতের পর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে কোনো জাহাজ চলাচল করেনি। এ কারণে পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।”

তবে শতাধিক পর্যটক শুক্রবার বিচ্ছিন্নভাবে স্পিডবোট ও স্থানীয় জেলেদের মাছ ধরার ট্রলারযোগে টেকনাফ ফিরেছেন বলে দাবি করেন তিনি।

নুর আহমদ আরও বলেন, আটকা পড়া পর্যটকরা দ্বীপের বিভিন্ন হোটেল-মোটেলে নিরাপদে অবস্থান করছেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বৈরী আবহাওয়ার কারণে সগর উত্তাল রয়েছে। এ কারণে বঙ্গোপসাগর ও উপকূলবর্তী এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর