বৃহস্পতিবার, ৯ই মার্চ, ২০১৭ ইং ২৫শে ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

বাঙ্গালীকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনেই মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছে-ক্যা.তাজ

AmaderBrahmanbaria.COM
মার্চ ৭, ২০১৭

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ১৯৭১ সালের ঐতিহাসিক সোহরার্দী মাঠে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষন দেয়ার কারনেই,তা পরবর্তীতে পুরো বাঙ্গালী জাতিকে উজ্জ্বীবিত করেছে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে।তারপর আজ আমাদের স্বাধীন বাংলাদেশের উৎপত্তি’-আজ (মঙ্গলবার) ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আয়োজিত আলোচনা অনুষ্ঠান উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্যে এমন কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম এমপি (অব.)।

সকাল ১১ টায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রধান সড়কগুলোতে বিশেষ র‌্যালী ও শেষে বাঞ্ছারামপুর পৌর ছাত্রলীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাঞ্ছারামপুর পৌর ছাত্রলীগের সভাপতি ইনজিনিয়ার জুয়েল আহমেদের সভাপতিত্বে উক্ত আলোচনা অনুষ্ঠানে ৭ মার্চের ভাষনের তাৎপর্য তুলে ধরে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো.কবির হোসেন,ছাত্রলীগ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,সা.সম্পাদক সেলিম রেজা,স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান ভূইয়া হাসান,পৌর ছাত্রলীগের সা.সম্পাদক আতাউর রহমান সনেট প্রমূখ।