জাতীয় পাট দিবস ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। তিনি গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান আরো বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশ। তিনি বলেন, পাট আমাদের দেশের সোনালী আঁশ। কিন্তু বিগত সরকারগুলো আদমজীসহ বড় বড় পাট মিলগুলো বন্ধ করে দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার পাটের ব্যবহার বাড়াতে বন্ধ হওয়া জুট মিল গুলো পুনরায় চালু করার উদ্যোগ গ্রহন করেছে। অচিরেই করিম জুট মিল চালু করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। “সোনালী আশের সোনার দেশ, পাট পন্যের বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু নাছের। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোঃ মুরাদ খান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ আজিজুল হক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রাহ। স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন। বক্তব্য রাখেন রামরাইল ইউনিয়নের কৃষক মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া বলেন, পাট পরিবেশ বান্ধব পন্য। প্রতি উপজেলায় পাটচাষীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর আগে জাতীয় পাট দিবস উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে কাউতলী মোড় ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।