বৃহস্পতিবার, ৯ই মার্চ, ২০১৭ ইং ২৫শে ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

চেহারা খারাপ হচ্ছে স্মার্টফোনের জন্য

AmaderBrahmanbaria.COM
মার্চ ৭, ২০১৭

নিউজ ডেস্ক:কোনো এক অজ্ঞাত কারণে মুখ, গাল, গলার ত্বকে দেখা যাচ্ছে দাগ, ব্রণ। এমনকি, চোখের নিচে কালিও জমেছে। খাওয়া-দাওয়া, রাতের ঘুম সবই রুটিন-মাফিক চলছে যথেষ্ট যত্ন নেন ত্বকেরও। তাহলে?সমীক্ষা বলছে, এমন দাগ, ব্রণ ও অ্যালার্জির কারণ আপনার সাধের দামি স্মার্টফোনটি।
জেনে নিন, স্মর্টফোন ব্যবহারের ফলে কীভাবে ক্ষতি হচ্ছে আপনার মুখ ও গলার ত্বকের। সাথে রইল তার প্রতিকারের উপায়ও-
১। ব্রণ বা অ্যাকনে: কথা বলার সময় স্মার্টফোনের স্ক্রিন গালের বেশ খানিকটা অঞ্চলে লেগে থাকে। এর ফলে, গালের মেক-আপ বা ক্রিম খুব সহজেই জমে যায় স্ক্রিনের উপর। এতে জীবাণুর সৃষ্টি হয় এবং ত্বকের ক্ষতি করে।
সমাধান:চেষ্টা করুন ফোনটি পরিষ্কার রাখার। বাজারে স্ক্রিন ক্লেনজার পাওয়া যায়। চেষ্টা করুন ইয়ারফোন ব্যবহার করার। তবে, অবশ্যই বৈজ্ঞানিক মতে। অর্থাৎ, ইয়ারফোনের ভলিউম যেন মাত্রাতিরিক্ত না হয়।
২। চোখের নিচে ডার্ক সার্কেল : স্মার্টফোনের এলইডি লাইট বা নীলাভ আভা চোখের জন্য খুবই ক্ষতিকারক। অনেকেই ঘুমানোর আগে মোবাইলে চ্যাট করেন। এর ফলে ঘুমের ক্ষতি তো হয়ই, যার কারণস্বরূপ চোখের নিচ কালো হয়ে যায়।
সমাধান: ঘুমাতে যাওয়ার অন্তত আধ ঘণ্টা আগে স্মার্টফোনটি বন্ধ করে দিন। না হলে, তার ব্রাইটনেস যথাসম্ভব কমিয়ে দিন। পারলে ফোনটি সায়লেন্ট করে রাখুন।
৩। অ্যালার্জি: নতুন স্মার্টফোনটি ব্যবহারের পর থেকেই গালে ও গলায় র‌্যাশ বেরচ্ছে? অনেক ফোনই রয়েছে যার কেসিং তৈরিতে নিকল ও ক্রোমিয়াম ব্যবহার করা হয়। আপনার অ্যালার্জির কারণ ওই দুটি বস্তুই।
সমাধান: যদি সম্ভব হয়, তবে অবশ্যই ফোনটি বদলে নিন। না হলে, আলাদা কবার লাগিয়ে নিন ফোনে।
৪। ডার্ক স্পট: বেশিক্ষণ ব্যবহারের ফলে, খুব স্বাভাবিকভাবেই আপনার স্মার্টফোনটি গরম হয়ে যায়। সেই তাপের ফলে মুখের চামড়ার মেলানিন পিগমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। এবং কালো ছোপ পড়ে মুখের ত্বকে।
সমাধান: বলাই বাহুল্য, ফোনে কথা বলা কমিয়ে দিন। যদি সম্ভব হয়, ইয়ারপিস ব্যবহার করুন।
৫। বলিরেখা বা রিঙ্কলস: আপনার নজর সারাক্ষণই কি মোবাইল স্ক্রিনের দিকে? মানে, ঘাড় নিচু করে লাগাতার আঙুল চলছে স্মার্টফোনের স্ক্রিনের উপরে। এর ফলে, খুব অল্প সময়েই, গাল ও গলার নিচে বলিরেখা ফুটে ওঠে। এর সাথে, চোখের চারপাশেও রিঙ্কলস দেখা দেয়।
সমাধান: চেষ্টা করুন মোবাইল ফোন ব্যবহার কমাতে। অথবা, একটু পরে পরেই ব্রেক নিন। এবং স্ক্রিনের দিকে তাকানোর সময়ে কখনই চোখ ছোট করবেন না। সূত্র : ইন্টারনেট