g জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৮ই অক্টোবর, ২০১৭ ইং ৩রা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়

AmaderBrahmanbaria.COM
মার্চ ২, ২০১৭

---

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ৫টি ইভেন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলায় শ্রেষ্ঠ হয়েছেন। ৫টি ইভেন্টের মধ্যে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলাশ মজুমদার।এছাড়াও জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাধ্যমিক) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী দীপ্তি চৌধুরী । দীপ্তি চৌধুরী কবিতা আবৃত্তিতেও শ্রেষ্ঠ হয়েছেন। একেই বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র প্রতীক দত্ত জেলার শ্রেষ্ঠ স্কাউট হিসেবে নির্বাচিত হয়েছেন । তাৎক্ষনিক অভিনয়ে একেই বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র আলিশান প্রবাহ জেলার শ্রেষ্ঠ হয়েছেন । নিজ মনন ও মেধা দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭-তে তারা এ গৌরব অর্জন করেন। উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫টি ইভেন্টে ৪জন জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ নিবার্চিতদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ জাতীয় আরও খবর