দেশবরেণ্য প্রত্নতত্ত্ববিদ মোহাম্মদ যাকারিয়ার মৃত্যুবার্ষিকীতে বাঞ্ছারামপুরে দোয়া মাহফিল
---
সালমা অাহমেদ, বাঞ্ছারামপুর : দেশবরেণ্য প্রত্নতত্ত্ববিদ, অনুবাদক, নৃ-বিজ্ঞানী, ২০১৬-তে একুশে পদকপ্রাপ্ত, পুঁথিবিশারদ, ক্রীড়া সংগঠক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ছিলো অাজ( শুক্রবার)।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন স্হানেসহ গ্রামের বাড়ি দরিকান্দীতে বিভিন্ন মসজিদে মরহুমের অাত্বার মমাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া,মরহুম যাকারিয়া স্হরনে -ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির উদ্যোগে অাজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের লাউঞ্জ সংলগ্ন ড. আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণিকক্ষে স্মরণ সভা এবং উপাচার্যের কার্যালয়ের সামনে আলোকচিত্র ও গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করা হয়।
কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠেয় স্মরণসভায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন তার সহকর্মী অনুবাদক, স্থপতি, গবেষক ও পরিবারের সদস্যরা।
গ্রন্থ প্রণয়ন কমিটির প্রকাশিতব্য এশীয় ভাষার শিলালিপি বিষয়ক গ্রন্থসমূহের সম্পাদকমণ্ডলির সভাপতি ছিলেন আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া। তিনি ২০০৯ সাল থেকে শিলালিপির পাঠোদ্ধার, অনুবাদ ও গবেষণা কাজ তত্ত্বাবধান করে আসছিলেন।
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ১৯১৮ খ্রিষ্টাব্দের ১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বপূর্ণ শিক্ষাজীবন শেষে বগুড়া আজিজুল হক কলেজে ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৪৭ সালে তিনি ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের নানা প্রান্তে প্রত্নসম্পদের অনুসন্ধান এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর তিনি দেশের প্রথম শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি, বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া দেশের তৃতীয় বৃহত্তম জাদুঘর দিনাজপুর মিউজিয়ামের প্রতিষ্ঠাতা।
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া একুশে পদক. বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন সম্মানায় ভূষিত হয়েছেন। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ২৫ ফেব্রুয়ারি তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে সমাহিত করা হয়।