গণ পুলিশিংরের মার্ধম্যে মানুষকে কাঙ্খিত সেবার জন্য কাজ করছি -মো: মিজানুর রহমান
---
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কমিউনিটিং পুলিশের উদ্যোগে আজ শুক্রবার বিকালে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদকে ভূষিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান-পি.পি.এম (বার) কে সংবর্ধনা দেয়া হয়েছে। বিজয়নগরের চম্পকনগর স্কুল অ্যন্ড কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ।
বিজয়নগর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি কাজী হারিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. তানভীর ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেছা শিউলি, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য অ্যাড. জহিরুল ইসলাম ভূইয়া প্রমুখ। সংবর্ধিত অতিথি ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান-পি.পি.এম (বার) বলেন, আমরা গণমুখি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে তাদের কাঙ্খিত সেবা দেয়ার জন্য কাজ করছি। আমাদের এখনো অনেকটা পথ বাকি আছে, আমরা কেবল শুরু করেছি। সবার সম্মেলতি প্রচেষ্টায় আমরা সামনে এগিয়ে যাবো।
পরে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আল আমিন শাহীন।