শুক্রবার, ১০ই মার্চ, ২০১৭ ইং ২৬শে ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

আপনার প্রথম সন্তান কি বাকিদের তুলনায় বেশি বুদ্ধিমান! জেনে নিন কারণ

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২০, ২০১৭

লাইফস্টাইল ডেস্ক :প্রথম সন্তানের জন্মের আগে থেকেই মা-বাবারা যে ধরনের সতর্কতা মেনে চলেন, তা নাকি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে দ্বিতীয় বা তার পরের সন্তানের সময়। যার ফলে প্রথম সন্তান বাকিদের তুলনায় বেশি বুদ্ধিমান হয়।

এমনই দাবি করেছেন এডিনবার্গ ও সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের রিসার্চের সঙ্গে যুক্ত ছিল অ্যানালিসিস গ্রুপ নামে একটি সংস্থাও। প্রায় ৫০০০ শিশুর উপর পরীক্ষা চালানো হয়। প্রতি দু’বছরে নানা বিষয়ে পরীক্ষা চালানো হয় এই শিশুদের উপর।

শুধুমাত্র পড়াশোনাই নয়, তাদের চিন্তাশক্তি নিয়েও গবেষণা করা হয়। শিশুগুলির পারিবারিক এবং পারিপার্শ্বিক পরিস্থিতিও খুঁটিয়ে দেখা হয়েছে এই গবেষণায়। এবং প্রায় প্রতি ক্ষেত্রেই দেখা গেছে যে পরিবারের প্রথম সন্তানটিই বেশি নম্বর পেয়েছে প্রতি পরীক্ষায়।
কিন্তু তার জন্য হতাশ হওয়ার কিছু নেই!

গবেষণায় এও বলা হয়েছে যে, দ্বিতীয় সন্তান পরিবারে শান্তি বজায় রাখে। আর আপনার ছোটটি সাধারণত খুবই সামাজিক ও মিশুকে হয়।