আখাউড়া-কসবা সংসদ নির্বাচন হাইকোর্টে খারিজের বাতিলের রায় সুপ্রিম কোর্টে বহাল
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের সংসদ নির্বাচন বাতিলের আবেদন খারিজের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রসঙ্গত, ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভেকেট আনিসুল হক। সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হেফজুল বারি। নির্বাচন কমিশন তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করে। সংসদ নির্বাচনের পর ওই আসনের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন তিনি। শুনানি শেষে হাইকোর্ট ওই বছর তার আবেদন খারিজ করে দেয়। পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন হেফজুল বারি। বৃহস্পতিবার আদালতে আইনমন্ত্রীর পক্ষে অ্যাডভোকেট এএম আমিনউদ্দিন শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দেয়। ফলে হাইকোর্টের আদেশ বহাল রইল বলে জানান আইনজীবী এএম আমিনউদ্দিন।