পাকিস্তানি অভিনেত্রীর অপমানের শিকার সালমান (ভিডিওসহ)
---
বিনোদন ডেস্ক : বলিউডে যখন পাকিস্তানি তারকাদের নিষিদ্ধ করা হয় তখন সালমান খান পাক শিল্পীদের পক্ষ নিয়েছিলেন। এর জন্য তাকে সমগ্র ভারতে সমালোচনার সম্মুখীন হতে হয়। কিন্তু তিনি যাদের পক্ষে কথা বলেছিলেন সম্প্রতি তাদেরই একজন সালমানের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করে বসলেন। আর তিনি হলেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার।
সম্প্রতি পাকিস্তানি টেলিভিশনের একটি টক শোতে এই অভিনেত্রী সালমান খানকে ‘সস্তা’ বা ‘তুচ্ছ’ বলে সম্বোধন করেন। সেই শোতে সাবাকে সালমানের একটি ছবি দেখানো হয়। আর তারপরেই সালমান খানকে নিয়ে তিনি এই মন্তব্য করেন।
সেই সময় সাবা আরও বলেন, ‘সালমানের নাচের স্টাইল নেই। তিনি নিজ থেকেই আজব স্টাইল বের করে নাচেন ছবিতে!’
তবে সালমান খানকে নিয়ে সাবা এমন অপমানজনক মন্তব্য করার পেছনের কারণ এখনও পাওয়া যায় নি। তবে সালমান খান এই অপমানের জবাব কিভাবে দেন এখন তা দেখার অপেক্ষায় রয়েছেন সালমান ভক্ত অনুরাগীরা।
৩ দিনে ১০ লাখ ছাড়িয়ে তোমার পিছু পিছু (ভিডিও)

আফ্রিকায় খোঁজ পাওয়া গেলো নতুন প্রজাতির মানুষের (ভিডিওসহ)




১ কোটি ছাড়াল মাহির ‘ম্যাজিক মামনি’ (ভিডিও)
এক কোটি ছাড়াল শাকিব-বুবলীর দিল (ভিডিও)

