সরাইলে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা চুন্টা ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা বাজারে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা হাজী তারু মিয়ার সভাপতিত্বে ও চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক বিধান চন্দ্র দেবের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নু মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম, বিএনপি নেতা আব্দুল হাই মেম্বার, হাজী মো: আলম সূফী, মুরতুজ আলী, বাবুল মিয়া, অহিদ মিয়া , নজরুল ইসলাম, রাহিম মিয়া প্রমুখ। সভায় বক্তব্যে চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নু মাস্টার বলেন, চুন্টা ইউনিয়ন বিএনপিতে দীর্ঘ দুই যুগ ধরে যারা নানা ঘাত প্রতিঘাত মাথায় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে বাদ দিয়ে উপজেলা ও জেলায় বসে বিএনপির নেতারা পকেট কমিটি ঘোষনা করেছেন। সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন রাজুর ব্যাপারে বলেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির কোনো পর্যায়ের কমিটিতে যদি অতীতে তার নাম থাকে তবে তিনি রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার চ্যালেঞ্জ করেন।
জনবিচ্ছিন্ন উক্ত আহ্বায়ক কমিটি অবিলম্বে বাতিল করে চলতি ফেব্রুয়ারী মাসের ভিতরে চুন্টা ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি করার দাবি জানান তিনি। অন্যথায় চুন্টা ইউনিয়ন বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে তারা পাল্টা আহ্বায়ক কমিটি ঘোষনা করে চুন্টা ইউনিয়ন বিএনপিকে পরিচালনা করার হুশিঁয়ারী দেন। উল্লেখ্য সম্প্রতি এড. শরিফ উল্লাহকে আহ্বায়ক ও আলহাজ্ব জয়নাল আবেদীন রাজুকে সদস্য সচিব করে ১৪সদস্যের চুন্টা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করেন সরাইল উপজেলা বিএনপি