জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নাসিরনগরে পুরস্কার বিতরন ও আলোচনা সভা
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ নাসিরনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আজ বুধবার উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রসার ছাত্র-ছাত্রী অংশ গ্রহনে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে মিলিত হয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ’র পুরস্কার ও সমাপনী অনুষ্ঠান মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাকছুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,প্রধান শিক্ষিকা কামরুননাহার,অধ্যাপক জামিল ফোরকান,অধ্যাপক মাইনুদ্দিন ভুইয়া,প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমান,অধ্যক্ষ মাওলানা মোঃ ইলিয়াছ মিয়া,সুপার মাওলানা মোঃ আবু বক্কর। অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ স্কুল-কলেজ ও মাদ্রাসা,শ্রেনী শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে ৪টি গ্রুপে ১৪টি ইভেন্টে বিজয়িদের পুরস্কার বিতরণ করেন ইউএনও। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী বলেন শিক্ষার গুনগত মান বৃদ্ধিসহ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে উপজেলার স্কুল, কলেজ এবং মাদ্রাসার প্রান্তিক যোগ্যতা অর্জনের জন্য শ্রেণীতে পাঠদান আর্কষনীয় ও আনান্দ ঘন পরিবেশ তৈরী করতে হবে। এবং শিক্ষা বিষয় ভিত্তিক উপযোগী মান সম্মত শিক্ষার পশাপাশি সংস্কৃতিক বিষয় খেলাধুলা নিশ্চিত করতে হবে ।