এবার তামিল ছবিতে পাওলি দাম
AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৩, ২০১৭
বিনোদন ডেস্ক : এবার একটি তামিল ছবিতে অভিনয় করতে চলেছেন কলকাতার আলোচিত নায়িকা পাওলি দাম। তবে এই ছবিতে তাকে নায়িকা হিসেবে নয়, বরং কেন্দ্রীয় চরিত্রেই দেখা যাবে এই অভিনেত্রীকে। ছবিটি পরিচালনা করবেন হাশিম মারিকর।
প্রযোজনা সংস্থার তরফ থেকে ইতোমধ্যেই পাওলির নাম ঘোষিত হয়ে গেছে। তার সঙ্গে অভিনয় করবেন সাক্ষী দ্বিবেদী ও হর্ষিকা পোনাচা। চিত্রনাট্যে অনুযায়ী এরা তিনজনই সমপরিমাণ স্ক্রিন শেয়ার করবেন। চরিত্র তিনটির গুরুত্বও প্রায় সমান। এই ছবি দিয়েই তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ ঘটবে মালায়ালাম অভিনেতা মকবুল সালমানের।
তবে ছবি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ছবির গল্প ও নাম এখনও প্রকাশ্যে আসেনি।