আখাউড়া আগুনে পোড়াঁ গলা কাটা ১ ব্যক্তির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার আলামত নষ্ট করতে দুর্বৃত্তরা নিহতের শরীর আগুনে জ্বলসে দেয়। গত রোববার গভীর রাতে পৌর এলাকার টানপাড়ার তিতন শাহ মাজার সংলগ্ন হিরন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ গতকাল সোমবার সকালে লাশ উদ্ধার করেছে। এসময় ওই ঘর থেকে একটি ব্যাগ, একটি ট্রেনের টিকেট ও হাসপাতালের একটি ফরম উদ্ধার করে পুলিশ। জনবহুল ও রাস্তার পাশের একটি ঘরে সংঘঠিত এ পাশবিক হত্যাকান্ডে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় লোকজন টানপাড়ার তিতন শাহ মাজার সংলগ্ন হিরন মিয়ার একটি টিনের ঘর থেকে আগুন পোড়া গন্ধ পেয়ে ভিতরে প্রবেশ করে একটি মৃতদেহ দেখতে পেয়ে পৌর ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিনকে খবর দেয়। জালাল উদ্দিন বিষয়টি পুলিশকে জানালে বেলা ১১টায় পুলিশ এসে লাশ উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে পড়ে থাকা গত রোববার আন্ত:নগর ট্রেনের টিকেট ও ঢাকা বেসরকারি হাসপাতালের ফরম একটি কাগজ উদ্ধার হয়। ওই ফরমে রোগীর নামের ঘরে হালিম লেখা রয়েছে।এ ব্যাপারে সাবেক পৌর কাউন্সিলর জালাল উদ্দিন বলেন, কেউ শত্রুতা বশত অথবা টাকা পয়সা নিতে পরিকল্পিত ভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে। জানতে চাইলে ওই ঘরের মালিক হিরন মিয়া বলেন, ওই ঘরে কেউ থাকতো না। ঘরটির দরজা বাহির থেকে শিকল দেয়া ছিল। কে বা কারা ওই ব্যক্তিকে এখানে এনে হত্যা করেছে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার সাথে যোগাযোগ করা হলে তিনি আগুনে পোড়াঁ গলাকাটা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেনও জানান, তার মুখ ব্যতীত সারা শরীর পুড়ে গেছে।এ ব্যাপারে আখাউড়া থানায় হত্যা মামলা হবে। লাশ ময়না তদন্তের ব্যবস্হা করা হয়েছে।