নবীনগরে পুলিশী বাধাঁয় ইরি-বোরো চাষ ব্যাহত
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে এক কৃষক পরিবারের পৈত্রিক কৃষিজমি জবরদখলের চেষ্ঠা করছে ক্ষমতাশীন একটি প্রভাবশালী মহল। এক সরকারি আমলার প্রভাবে পুলিশী বাধাঁয় ওই জমিতে ইরিবোরো চাষ করতে পারছে না ওই কৃষক পরিবার। ওই জমি চাষাবাদ করতে গেলে পাড়া-প্রতিবেশী কিছু লোকদের মাধ্যমে অন্যায়ভাবে জমিতে তাদের অংশ আছে বলে খুঁটি দেয় এবং পুলিশ দিয়ে ইনজেকশন জারী রয়েছে বলে হুশিয়ারী দেয়। গতকাল বৃহসপতিবার(০৯/০২)ওই কৃষক পরিবার মো. শাহজাহান প্রধান ও আজিজুল হক প্রধান সাংবাদিকদের সামনে লিখিত এ অভিযোগ তুলে ধরেন।
তারা জানান ২০/২৫ বছর আগে তাদের দাদার সম্পত্তি বাপ চাচা চারজনের মধ্যে ভাগ হওয়ার পর অদ্যবদি ওই জমি চাষাবাদ করে আসছে। উক্ত বন্টনকৃত জমি আলাদা আলাদা ভাবে খারিজ ও রেকর্ডভুক্ত হয়েছে। কিন্তু পরবর্তী সমযে চাচা মৃত হান্নান প্রধানের পরিবার বন্টননামার ব্যাপারে আপত্তি জানিয়ে মামলা করেন যা বিচারাধীন আছে। বর্তমান সময়ে জমির মূল্য বাড়ায় রাস্তার পাশে সম্পত্তির উপর তাদের লোভ বেড়ে যায়। মৃত মান্নান প্রধানের নামে ১৮৮ নং খতিয়ানে ৭৯২ দাগের জমি ও চাচা মৃত হান্নান প্রধানের নামে ৮২২ খতিয়ানে ৭৯১ দাগে পেছনের অংশ জমি রেকর্ড হয়। আমাদের রাস্তার পাশে ৭৯২ দাগের জমি হওয়ায় হান্নান প্রধানের পরিবার সেটা তাদের জমি এ অন্যায় দাবী করেন। এবং তাদের নিকট আত্বীয় ক্ষমতাশীন সরকারি এক উধর্তন আমলা পুলিশ দিয়ে গত ৪ ফেব্রুয়ারী চাষাবাদে বাধাঁ দেয়। এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম বলেন, হান্নান প্রধান পরিবারের অভিযোগের পেক্ষাপটে বাধাঁ দেয়া হয়েছে।